ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

ভূমির কুতুব উদ্দিন গ্রেফতার     

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:০৪, ৮ এপ্রিল ২০১৮ | আপডেট: ১৭:০৫, ৮ এপ্রিল ২০১৮

Ekushey Television Ltd.

দুর্নীতি দমন কমিশন (দুদক) ভূমি মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা কুতুব উদ্দিন আহমেদকে শ্বশুর ও আত্মীয়-স্বজনদের নামে সরকারি প্লট বরাদ্দ দেয়ার অভিযোগে করা মামলায় গ্রেফতার করেছেন।

রোববার দুপুরে রাজধানীর সেগুনবাগিচা থেকে তাকে গ্রেফতার করে দুদকের একটি দল। এতে নেতৃত্ব দেন দুদকের উপ-পরিচালক মির্জা জাহিদুল আলম।       

দুদকের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) প্রণব কুমার ভট্টাচার্য জানান, কুতুব উদ্দিন সরকারি কর্মকর্তা হওয়া স্বত্ত্বেও ভুয়া আমমোক্তারনামার মাধ্যমে গুলশানে ১০ কাঠার একটি প্লট তার শ্বশুরসহ কয়েকজন আত্মীয়ের নামে বরাদ্দ দেন। এ অভিযোগে গুলশান থানায় কুতুব উদ্দিনের বিরুদ্ধে দুদকের উপ-পরিচালক মির্জা জাহিদুল আলম রোববার বাদী হয়ে একটি মামলা করেন। ওই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

তিনি বলেন, এ ছাড়া তার বিরুদ্ধে দুর্নীতির অনেকগুলো অভিযোগ দুদকের অনুসন্ধান পর্যায়ে রয়েছে।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি